বিচারপতির মেয়ের বিরুদ্ধে ঢাবির মামলা


প্রকাশিত: ১০:৪১ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিচারপতির মেয়ের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মো. আক্কাস আলী বাদী হয়ে বংশাল থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-১৪। পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৮/৯/(খ)/১৩ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিচারপতি এএনএম বশির উল্লাহর মেয়ে সানজিদা বিনতে বশিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি ইউনিএইড কোচিং সেন্টারের সহায়তায় তিন লাখ টাকার চুক্তিতে মোবাইলে এসএমএস এর মাধ্যমে এই জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।