যৌন হয়রানির মামলায় টিএমএসএসে’র ব্যবস্থাপক গ্রেফতার


প্রকাশিত: ১০:১৯ এএম, ০৬ জুন ২০১৫
প্রতীকী ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) শাখার এক নারী মাঠকর্মীকে যৌন হয়রানির অভিযোগে দায়েরকৃত মামলায় ব্যবস্থাপক আশাদুজ্জামান সরকারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ওই মাঠকর্মী বাদী হয়ে শুক্রবার সাঘাটা থানায় মামলা দায়ের করার পরই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বোনারপাড়া শিমুলতাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করে।

আশাদুজ্জামান সরকার ঠেঙ্গামারা মহিলা সংঘের (টিএমএসএস) সাঘাটা উপজেলার বোনারপাড়া শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।

বোনারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টিএমএসএসের বোনারপাড়া শাখার শাখা ব্যবস্থাপক আশাদুজ্জামান সরকার তার অধীনস্ত এক নারী মাঠকর্মীকে চার মাস ধরে যৌন হয়রানি করে আসছিলেন। প্রতিদিনের মত গত ৩১ মে সকাল ৮টার দিকে ওই মাঠকর্মী অফিসে যান। এসময় অফিস ফাঁকা থাকার সুযোগে আশাদুজ্জামান সরকার তাকে টানা-হেঁচড়ার পর ধরে রেখে যৌন হয়রানি করেন।

তিনি আরো জানান, যৌন হয়রানির অভিযোগে নারী মাঠকর্মী বাদী হয়ে আশাদুজ্জামানের বিরুদ্ধে সাঘাটা থানায় অভিযোগ করেন। অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এর পর পরই তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

যৌন হয়রানির শিকার নারী মাঠকর্মী জানান, বিষয়টি নিয়ে এর আগে টিএমএসএসের জোনাল প্রধান ও আঞ্চলিক ব্যবস্থাপককে মৌখিকভাবে অভিযোগ করি। কিন্তু আশাদুজ্জামানের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় মামলা করি।

মৌখিক অভিযোগ দেওয়ার বিষয়টি অস্বীকার করে টিএমএসএসের জোনাল প্রধান রেজাউল করিম জানান, আশাদুজ্জামান গ্রেফতার হওয়ার পরেই ঘটনাটি জানলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অমিত দাশ/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।