রুয়েটে ভর্তির আবেদন শুরু


প্রকাশিত: ০১:২২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষায় আবেদন প্রক্রিয়া বুধবার শুরু হয়েছে। চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। রুয়েটের প্রেস এন্ড ইনফরমেশন সেকশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা ১০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবে। তবে ‘O’ এবং ‘A’ ও বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত আবেদনপত্র পূরণ করে তা ‘ক’ গ্রুপের জন্য ৬০০ টাকার এবং ‘খ” গ্রুপের জন্য ৭০০ টাকার ব্যাংক ড্রাফটসহ ২৪ সেপ্টেম্বর বিকাল ৫ টার মধ্যে রেজিষ্ট্রার বরাবর দাখিল করতে হবে।

চলতি শিক্ষা বর্ষে রুয়েটের ১০টি বিভাগে সর্বমোট ৭২৫ টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে অথবা (www.ruet.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য জানার জন্য অফিস সময়ে (সকাল ৯.০০টা-বিকাল ৫.০০টা) ০১৫৫৫৫৫৫০২১ ও ০১৫৫৫৫৫৫০২২ মোবাইল  নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা আগামী ৩০ সেপ্টেম্বর রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে ও (www.ruet.ac.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।