বাংলাদেশের বীমা বাজারে ভারতীয় এলআইসি
বাংলাদেশে বীমা ব্যবসা শুরু করতে চলছে ভারতের বীমা সংস্হা এলআইসি। ‘এলআইসি বাংলাদেশ লিমিটেড’ নামে বাংলাদেশে ব্যবসা করবে তারা।
জানা গেছে, দুই বছর ধরে বাংলাদেশে ব্যবসা শুরু করার চেষ্টা করছে ভারতের এই বীমা সংস্থা এলআইসি। এর আগে ২০১৩ সালে প্রথম বার এলআইসি ব্যবসা করার অনুমতি চেয়েছিল। কিন্তু আবেদন খারিজ করে দেয় বাংলাদেশের বীমা নিয়ামক সংস্থা আইডিআরএ। তবে গত বছর এলআইসি আবারো আবেদন করলে গত ৩১ মে সেই আবেদন মঞ্জুর করা হয়।
ভারতের একটি অনলাইন সংবাদ মাধ্যম জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় এলআইসি এর চেয়ারম্যান এস কে রায়ের হাতে আইডিআরএ এর অনুমতিপত্র তুলে দেওয়া হবে। শর্ত অনুযায়ী বাংলাদেশের স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করতে হবে এলআইসির। এছাড়া ৫০ কোটি টাকার সম পরিমাণ অর্থ এলআইসি কে বিনিয়োগ করতে হবে। সংবাদ মাধ্যমটিতে আরো বলা হয়, বাংলাদেশের কোন সংস্থার সঙ্গে এলআইসি গাঁটছড়া বাঁধবে তা এখনও ঠিক হয়নি।
উল্লেখ্য, ছয় দশক ধরে ভারতে ব্যবসা করছে এলআইসি। মূলধনের পরিমাণ ১৫ লক্ষ কোটি টাকার বেশি।
আরএস/আরআই