খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি বৃহস্পতিবার শুরু


প্রকাশিত: ০১:১২ পিএম, ০৩ জুন ২০১৫

আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারা দেশে খোলা ট্রাকে করে কম দামে পণ্য বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম চালানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

টিসিবির নিত্যপ্রয়োজনীয় ৫টি পণ্য হলো- তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর। এর মধ্যে কেজিপ্রতি মসুর ডাল ১০৩ টাকা, সয়াবিন কেজিপ্রতি ৮৯ টাকা, চিনি ৩৭ টাকা, খেজুর ৮০ টাকা এবং ছোলা ৫৩ টাকা দরে বিক্রি করবে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর খোলা বাজারে বিক্রির জন্য ৩ হাজার মেট্রিক টন তেল, দেড় হাজার মেট্রিক টন ছোলা, ১৫০ মেট্রিক টন খেজুর ও দুই হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হয়েছে।

এবারও সারা দেশে ১৭৪টি ট্রাকে করে ভোজ্যতেল, ছোলা, চিনি, মসুর ডাল ও খেজুর বিক্রি হবে। এর মধ্যে ঢাকায় ২৫টি, চট্টগ্রামে ১০টি, প্রতি সিটি কর্পোরশেনে ৫টি এবং জেলা শহরগুলোতে ২টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

প্রতিটি ট্রাকে ৪০০ থেকে পাঁচশ কেজি চিনি, ২০০-৪০০ লিটার সয়াবিন তেল, ১৫০-২০০ কেজি মসুর ডাল,  ছোলা ৩০০-৫০০ কেজি, খেজুর ৫০ কেজি বরাদ্দ থাকবে।

একজন ভোক্তা ট্রাক থেকে ৪ কেজি চিনি, ৫ লিটার সয়াবিন তেল (পেট বোতল),  সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল (নেপালি), ৩ কেজি ছোলা এবং ২ কেজি খেজুর কিনতে পারবেন।

রাজধানীর যেসব স্থানে টিসিবির পণ্যবাহী ট্রাক থাকবে:
জাতীয় প্রেস ক্লাব, সচিবালয় ফটক, ফকিরাপুল বাজার ও আইডিয়াল স্কুল জোন, শান্তিনগর বাজার, মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলা, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, শেওড়াপাড়া, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার  মিরপুর-১২ নম্বর, ফার্মগেট খামার বাড়ী, কলমিলতা সুপার মার্কেট, তেজকুনি পাড়া, মহাখালী কাঁচাবাজার, রামপুরা, মালিবাগ বাজার, আগারগাঁও বাজার, মুক্তিযোদ্ধা মার্কেট মিরপুর-১, কচুখেত বাজার, মোহাম্মদপুর টাউনহল ও ঝিগাতলা কাঁচা বাজার, মিরপুর-১০ গোলচত্ত্বর, আব্দুল্লাহপুর বাজার, উত্তরা গোপীবাগ কমিউনিটি সেন্টার, কালশী বাজার মোড় এবং গুলিস্থান গোলাপ শাহ মাজার।

এসআই/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।