এমপিওশিটে মাসের নাম ভুল : আটকে গেল শিক্ষকদের বেতন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৬ আগস্ট ২০১৭

মাসের নাম ভুল হওয়ায় জুলাই মাসের বেতন আটকে গেছে কয়েক হাজার এমপিও (মানথলি পে-অর্ডার) শিক্ষক-কর্মচারীর। কর্তৃপক্ষের ভুলে বেতন তুলতে না পেরে বিপাকে পড়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) অর্থ বিভাগের পরিচালক সফিক আহমেদ সিদ্দিক বুধবার জাগো নিউজকে বলেন, ভুল সংশোধন করে নতুনভাবে ব্যাংকে চেক জমা দেয়া হবে। প্রিন্ট মিসটেকের কারণে মাসের নাম ভুল হয়ে গেছে। অভিযোগ আসার পর আমরা নতুন করে চেক প্রদানের প্রস্তুতি নিচ্ছি।

জানা গেছে, চলতি বছর জুলাই মাসের এমপিওশিটে মে উল্লেখ করা হয়। এতে করে বেতন আটকে গেছে টাঙ্গাইল, চট্টগ্রাম, গাজীপুরসহ কয়েকটি জেলার কয়েকশত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচার্রীর।

কর্তৃপক্ষের অবহেলায় ১৩ আগস্ট জুলাই মাসের বেতন-ভাতা তোলার শেষদিন হলেও আজ ১৬ তারিখ পর্যন্ত ভুক্তভোগীরা বেতন তুলতে পারেননি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ইএমআইএস সেল থেকে পাঠানো এমপিওশিটে ১ আগস্ট স্বাক্ষর করেছেন অধিদফতরের তিন উপ-পরিচালক ও সহকারী পরিচালক। কিন্তু শিটে লেখা ‘মে- ২০১৭’। স্বাক্ষরদাতাদের মধ্যে উপ-পরিচালক মো. মোস্তফা কামাল ২৪ জুলাই থেকে ছুটিতে রয়েছেন।

ছুটিতে থাকা কর্মকর্তা কীভাবে ১ আগস্ট এমপিওশিটে স্বাক্ষর করলেন তা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

এমএইচএম/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।