চবির নতুন ভিসি ইফতেখার উদ্দিন চৌধুরী


প্রকাশিত: ০৩:০৭ এএম, ০৩ জুন ২০১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। মঙ্গলবার ১৬তম ভিসি হিসেবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ তাকে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও ফটোগ্রাফি শাখা) মো. ফরহাদ হোসেন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 তিনি জানান, আগামী ১৫ জুন থেকে নতুন ভিসি তার  দায়িত্ব পালন শুরু করবেন। অধ্যাপক ইফতেখার চবি সমাজতত্ত¡ বিভাগের সভাপতি, চবি শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, চবি ক্লাবের (শহর) সভাপতি এবং চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সমাজবিজ্ঞান অনুষধের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।