চিকুনগুনিয়ায় আইডিয়াল স্কুলছাত্রের মৃত্যু : অভিভাবকদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৯ আগস্ট ২০১৭
ফাইল ছবি

চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা শাখার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, স্কুলের মাঠে দুইমাস ধরে জমে থাকা পানিতে জন্ম নেয়া এডিস মশার কামড়ে ওই ছাত্র চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে বুধবার লিখিত অভিযোগ করেছেন অভিভাবকরা।

অভিযোগে বলা হয়েছে, স্কুলের বাথরুমসহ সর্বত্র নোংরা পরিবেশ, ফ্যান চলে না, মাঠে দুইমাস যাবৎ বৃষ্টির পানি জমে থাকায় অনেক মশার উৎপত্তি ঘটেছে। ফলে অনেক শিক্ষক ও শিক্ষার্থী ভাইরাস জ্বর, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছে। স্কুল ক্যান্টিনে পচা, দুদিন আগের বাসি খাবার শিক্ষার্থীদের মাঝে বিক্রি করা হচ্ছে। দেখার কেউ নেই।

ক্ষোভে আজ বুধবার সকালে অভিভাবকরা স্কুলের ক্যান্টিনে ঢুকে সব পচা-বাসি খাবার স্কুলের সামনের রাস্তায় ফেলে দেন।

জানা গেছে, ৬ষ্ঠ শ্রেণির ছাত্র হিমেল হারিজ গত শনিবার চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। পরে মঙ্গলবার বেলা ১১টায় হাসপাতালে সে মারা যায়। পিতা-মাতার একমাত্র সন্তান ছিল সে।

হিমেল হারিজের অকাল মৃত্যুতে আজ বুধবার সকালে মুগদা শাখার অভিভাবক ফোরাম স্কুলের ১০৮ নং কক্ষে শোক সভার আয়োজন করে। এতে ফোরামের সভাপতি শওকতউল আলম সভাপতিত্ব করেন। তিনটি ক্যাম্পাসের অভিভাবক ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান জিয়াউল কবির দুলু প্রধান অতিথির বক্তব্য দেন। এছাড়া সালাউদ্দিন আল-মামুন, আলমগীর হোসেন, মশিউর রহমান প্রমুখ বক্তৃতা করেন। সভায় হিমেল হারিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এমএইচএম/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।