৩৬তম চূড়ান্ত ও ৩৭তম বিসিএসের লিখিতের ফল সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৮ আগস্ট ২০১৭

চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে প্রকাশ হতে পারে ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল। সেইসঙ্গে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলও একই সময়ে প্রকাশ পেতে পারে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সোমবার রাতে জাগো নিউজকে বলেন, ৩৬-এর চূড়ান্ত ও ৩৭তমের লিখিতের ফল প্রকাশে আমরা কাজ করছি। পরীক্ষার ফল সেপ্টেম্বরের শেষ দিকে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

বিশেষ কোনো কারণ ছাড়া দেরি হওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘তড়িঘড়ি করে আমরা কোনো কাজ করতে চাচ্ছি না, এতে ভুলের সংখ্যা বাড়তে পারে।’

উল্লেখ্য, ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫ হাজার ৯৯০ জন। প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। কিন্তু উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। গত বছরের সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন।

অপরদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হন ৮ হাজার ৫২২ জন।

এমএইচএম/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।