সূচক বাড়লেও কমেছে লেনদেন


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ৩১ মে ২০১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে ঢাকার বাজারে প্রধান সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।

রোববার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১২ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৩ পয়েন্টে অবস্থান করছে।

রোববার লেনদেন হয়েছে ৭৮৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৭০ কোটি টাকা কম। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৫৮ কোটি টাকা।

ডিএসইতে ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১১৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৪ কোটি ৩৫ লাখ টাকা।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।