ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা বিসিবির


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ৩১ মে ২০১৫

অক্টোবরে জিম্বাবুয়েতে খেলতে যাবার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে দক্ষিণ আফ্রিকার সাথে ত্রিদেশীয় একটি সিরিজ খেলার পরিকল্পনাও করছে বিসিবি। শনিবার বিসিবি`র সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাইমুর রহমান দূর্জয়।

সেই সাথে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজে ওয়ানডের পাশাপাশি টি টোয়েন্টি খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। পাশাপাশি, দেশের জাতীয় দল ব্যস্ততার মধ্যে সময় কাটালেও ঘরোয়া ক্রিকেটের আসর গুলো নির্ধারিত সূচী অনুযায়ী সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক্ষেত্রে দল গুলোকে স্থানীয় ক্রিকেটারদের প্রতি নজর দেয়ার কথা জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের প্রধান নাইমুর রহমান দূর্জয়। তিনি বলেন, `আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঘরোয়া লীগগুলোকে সঠিক সময়ে অনুষ্ঠিত করার। ঘরোয়া লীগকে ক্ষতিগ্রস্ত করে এমন কোন সিদ্ধান্ত আমরা নেবো না। আমাদের এ দলকে নিয়েও আমরা বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছি।`

সেই সাথে শাহাদাত হোসেন রাজীবকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয় এই সভায়।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।