অবস্থান হারালো রাজউক


প্রকাশিত: ০৮:৩২ এএম, ৩০ মে ২০১৫

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ তাদের শীর্ষ স্থান হারিয়েছে। রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজকে টপকে এবার ঢাকা শিক্ষা বোর্ডের শীর্ষে স্থান করে নিয়েছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।

দ্বিতীয় হয়েছে উত্তরা রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজ। এর আগে বেশকয়েক বছর প্রতিষ্ঠানটি শীর্ষস্থানে ছিল। তৃতীয় স্থানে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৭.০৪। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন। এর মধ্যে ৫ হাজার ৯৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাস করেছে।

উল্লেখ্য, এবারই শেষবারের মতো সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হলো।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।