বরিশাল বোর্ডে পাসের হার ৮৪.৩৭


প্রকাশিত: ০৭:২০ এএম, ৩০ মে ২০১৫

বরিশাল বোর্ডে এবারের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮৪ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৭১ জন। অতীতের সকল রেকর্ড ভেঙে করে গতবছর বরিশাল বোর্ডের পাসের হার ছিল ৯০ দশমিক ৬৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৬৭২ জন। সে হিসাবে গত বছরের তুলনায় এবার ৬ দশমিক ২৯ ভাগ কম পরীক্ষার্থী পাস করেছে। এছাড়া জিপিএ-৫ কমেছে ১ হাজার ৫৯১ টি। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ আলমগীর এ তথ্য জানান।

পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়া প্রসঙ্গে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মো. আলমগীর বলেন, হরতাল-অবরোধসহ দেশে চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার শুরু হয়। এ কারণে নিয়মিত রুটিন অনুযায়ী পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। যার নেতিবাচক প্রভাব পড়েছে পরীক্ষার্থীদের ওপর।

তিনি আরো বলেন, এ বছর সর্বপ্রথম গণিত পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। নতুন পদ্ধতির কারণে গণিতে পাসের হার কিছুটা কমেছে। গত বছর গণিতে পাসের হার ছিল ৯৭.৪২%। এ বছর গণিতে পাসের হার কমেছে ৯.০৬%।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট ছেলে পরীক্ষার্থী ছিল ৩৫ হাজার ২২৭ জন। তার মধ্যে পাস করেছে ২৯ হাজার ৫৫৭ জন। ছেলেদের পাসের হার ৮৩ দশমিক ৯০। মেয়ে পরীক্ষার্থী ছিল ৩৫ হাজার ২২৯ জন। পাস করেছে ২৯ হাজার ৮৮৯ জন। মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৮৪। ছেলে পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৪৬ জন এবং মেয়ে পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬২৫ জন।

এছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ ৪-৫ পেয়েছে ১৯ হাজার ১৮৭জন, জিপিএ ৩.৫-৪ পেয়েছে ১৫ হাজার ৪৭১ জন, জিপিএ ৩-৩.৫ পেয়েছে ১২ হাজার ৮৮৫ জন, জিপিএ-২-৩ পেয়েছে ৮ হাজার ৩৪১ জন এবং জিপিএ ১-২ পেয়েছে ৩৯১ জন।

বিজ্ঞান বিভাগে ১৭ হাজার ৩১০ জনের মধ্যে পাস করেছে ১৬ হাজার ৩৭১ জন। পাসের হার ৯৪ দশমিক ৫৮। মানবিক বিভাগে ২৭ হাজার ৭৯৪ জনের মধ্যে পাস করেছে ২১ হাজার ৯২ জন। পাসের হার ৭৫ দশমিক ৮৯। বাণিজ্য বিভাগে ২৫ হাজার ৩৫২ জনের মধ্যে পাস করেছে ২১ হাজার ৯৮৩ জন। পাসের হার ৮৬ দশমিক ৭১।

# দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৫.৬ শতাংশ

সাইফ আমীন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।