কুমিল্লা বোর্ডে শীর্ষে কুমিল্লা জিলা স্কুল


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ৩০ মে ২০১৫
ফাইল ছবি

কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে আবারো কুমিল্লা জিলা স্কুল। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ।

৪র্থ কুমিল্লা ক্যাডেট কলেজ, ৫ম কুমিল্লা মডার্ন হাইস্কুল, ৬ষ্ঠ ফেনী গভ. গার্লস হাইস্কুল, ৭ম কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৮ম কুমিল্লার আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাইস্কুল, ৯ম কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, ১০ম চাঁদপুর হাসান আলী গভ. হাইস্কুল, ১১তম ফেনী গভ. পাইলট হাইস্কুল, ১২তম কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ, ১৩তম চাঁদপুরের মাতৃপীঠ গভ. গার্লস হাইস্কুল, ১৪তম নোয়াখালী গভ. গার্লস হাইস্কুল, ১৫তম ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ গভ. হাইস্কুল, ১৬তম কুমিল্লার গভ. ল্যাবরেটরি হাইস্কুল, ১৭তম চাঁদপুরের আল আমীন একাডেমি, ১৮তম নোয়াখালী জিলা স্কুল, ১৯তম কুমিল্লার লাকসাম পাইলট হাইস্কুল ও কুমিল্লা ক্যান্টনমেন্ট হাইস্কুল।

মো.কামাল উদ্দিন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।