ফেসবুকে গালির জেরে সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত


প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৯ মে ২০১৫

ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা নিয়ে সংঘর্ষে রাজশাহীতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম জীবন শেখ। তিনি ছাত্রদলের কর্মী ছিলেন।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি শামসুল আরেফিন রবিন নগর ছাত্রলীগ সদস্য আশিকুর রহমান তুহিনকে উদ্দেশ্যে করে ইডিয়ট ও রাসকেল বলে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এরই জের ধরে বৃহস্পতিবার মধ্যরাতে রবিন ও তুহিন গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এর মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান নগর ছাত্রদল কর্মী জীবন শেখ।

নগরীর রাণীবাজার এলাকায় বন্ধু রবিনের হয়ে প্রতিপক্ষের উপর হামলা চালাতে গিয়েছিলেন জীবন।

শুক্রবার বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

রামেক হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, জীবনের বাম চোখের নিচে গুলি লেগে বাম কানের পিছন দিক দিয়ে বের হয়ে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষ হয়েছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এ ঘটনায় এখনও কোনো মামলা না হওয়ায় কাউকে আটক করা হয়নি। নিহতের পরিবার শিগগির মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন মাহামুদুর রহমান।

এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরজা করছে। অন্যদিকে গ্রেফতার এড়াতে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন সংঘর্ষে আহত ছাত্রলীগকর্মী রেদওয়ানুল রহমান তুষার। গুরুতর অবস্থায় বৃহস্পতিবার রাতেই তাকে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ড ভর্তি করা হয়। আটক হতে পারেন এমন আতঙ্কে ভর্তির কিছুক্ষণ পর সেখান থেকে পালিয়ে যান তুষার।

তুষার ছাত্রলীগ নেতা আশিকুর রহমান তুহিনের ভাই। তিনিও ওই সংঘর্ষে অংশ নেন। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহতও হন তিনি।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।