সাফল্যের ধারাবাহিকতায় চট্টগ্রামের কাগতিয়া মাদরাসা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২৩ জুলাই ২০১৭

প্রতি বছরের মতো এ বছরও আলিম পরীক্ষায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। মাদরাসার ভালো ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা খুব উচ্ছ্বসিত ও আনন্দিত। 

তারা এজন্যে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সাফল্যের নেপথ্যে মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)’র দোয়া এবং মাদরাসার অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদীর সার্বক্ষণিক মনিটরিং প্রধান ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেন। 

তারা বলেন, শিক্ষার সব উপকরণ, সুযোগ-সুবিধার পাশাপাশি ক্যাম্পাসে লেখাপড়ার সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা গেলে সাফল্য আসবেই, যার উজ্জ্বল দৃষ্টান্ত হলো কাগতিয়া কামিল এম এ মাদরাসা।  

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।