হলিক্রসে ৯৯ শতাংশ পাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৩ জুলাই ২০১৭

হলিক্রস কলেজে পাসের হার ৯৯ দশমিক ৫০ শতাংশ। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কলেজটি থেকে এ বছর এক হাজার ১৯৯ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

রোববার ফলাফল প্রকাশের পর কলেজ কর্তৃপক্ষ জানায়, এ বছর মাত্র দুজন শিক্ষার্থী ঝরে পড়েছে। কলেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক হাজার ১৯৯ পরীক্ষার্থী অংশ নিয়ে এক হাজার ১৯৩ জন পাস করেছেন। ফেল করেছেন মাত্র ছয়জন। জিপিএ-৫ পেয়েছেন ৬৯৫ শিক্ষার্থী।

এবার প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে ৭২০ জন, মানবিক থেকে ২০১, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭২ পরীক্ষার্থী অংশ নেন।

বিজ্ঞান বিভাগ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বিভাগ থেকে ৬৪১ শিক্ষার্থী, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৬ এবং মানবিক বিভাগ থেকে ১৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

মানবিক বিভাগ থেকে দুজন আর ব্যবসায় বিভাগ থেকে চারজন অকৃতকার্য হয়েছেন।

এইউএ/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।