ভিকারুননিসায় পাসের হার ৯৯.৬২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ এএম, ২৩ জুলাই ২০১৭
ফাইল ছবি

২০১৭ সালে রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাশের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ।

রোববার ঘোষিত ফলাফলে ভিকারুননিসা কলেজ থেকে মোট ১৮২১ ছাত্রীর মধ্যে ৩ জন বাদে সবাই উত্তীর্ণ হয়েছেন। বিজ্ঞান বিভাগের ওই ৩ ছাত্রী অনুপস্থিত ছিলেন।

এবার ছাত্রীদের মোট ৯৫৪ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ৯৩১ জন বিজ্ঞান বিভাগে, ১০ জন মানবিক বিভাগে এবং ২৩ জন বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন।

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস জাগো নিউজকে বলেন, শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের ত্রিমুখী প্রচেষ্টায় বরাবরের মতো এবারও আমাদের ছাত্রীরা ভালো ফলাফল করেছে। ৩ জন অনুপস্থিতির কারণে কৃতকার্য হতে পারেনি। এই ফলাফলে আমি খুবই সন্তুষ্ট। 

ভিকারুননিসা এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ১০টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। ১০টি বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ জন।

এ আর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।