ওবামার কৌশলের সমালোচনায় সামরিক প্রধান


প্রকাশিত: ০৭:১১ এএম, ২৬ মে ২০১৫

ইরাকের প্রাদেশিক রাজধানী রামাদি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) যেভাবে অতি সহজে দখল করেছে তাতে ওবামা প্রশাসনের ইরাকে যুদ্ধ পরবর্তী কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন সামরিক প্রধান যোশেফ ডানফোর্ড। খবর এপি

খবরে বলা হয়, সোমবার এক বিবৃতির মাধ্যমে ডানফোর্ড বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য অবস্থানের পরেও আইএস যেভাবে একের পর এক এই অঞ্চলের দেশগুলোর নিয়ন্ত্রন নিচ্ছে তা যুক্তরাষ্ট্রের জন্য একটা খারাপ বার্তা ছাড়া আর কিছুই না। আর তাই মার্কিন বাহিনী যদি পুনরায় ইরাকী সেনাদের সাহায্য না করে তাহলে অচিরেই ইরাক সরকারের নিয়ন্ত্রণে থাকা বাগদাদ শহরও বেদখল হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের জন্য আইএস হুমকি উল্লেখ করে তিনি আরো বলেন, সবার আগে আইএসের অর্থের উৎস খুঁজে বের করতে হবে। যদি তা না করা হয় তাহলে সংগঠনটি আরো ভয়ংকর হয়ে উঠবে।

প্রেসিডেন্ট বারাক ওবামা বাগদাদকে মুসলিম জনবিছিন্ন সুন্নিদের হাতে ছেড়ে দিয়েছে বলেও মন্তব্য করে তিনি আরো বলেন, বাগদাদে অবস্থানরত শিয়া মিলিশিয়াদের ইরান খুব ঘনিষ্ঠভাবে সাহায্য অব্যাহত রেখেছে। তাই এখান থেকে এখনই যুক্তরাষ্ট্রের নজর সরানোর মতো কোন অবস্থান তৈরি হয়নি।

উল্লেখ্য, গত সপ্তাহে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছে পশ্চিম ইরাকের রামাদি শহরের পতন হয়েছে। আর তারপর থেকে ইরাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরবর্তী কৌশল নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে।

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।