ঢাবির ৭ কলেজের পরীক্ষা শুরু ১৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২০ জুলাই ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার সময়সূচী নির্ধারণ করা হয়েছে। গত ১৮ জুলাই সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভা করে পরীক্ষার সম্ভাব্য তারিখ চূড়ান্ত করেছেন বলে জানা গেছে।

সভা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে অধিভুক্ত সাতটি কলেজের অধ্যক্ষদের সভায় পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সাতটি কলেজের পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেয়া হবে। মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে।

এছাড়া ডিগ্রি প্রথম বর্ষ, মাস্টার্স প্রথম ও শেষ পর্বের প্রাইভেট (রেজি) পরীক্ষা ২৫ জুলাই থেকে ২৯ আগস্টের মধ্যে হতে পারে বলে ওই সভায় সিদ্ধান্ত হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, মাস্টার্স শেষ বর্ষে স্ব-স্ব কলেজের বাদ পড়া শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ঢাকায় সাত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষেও উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় শিক্ষার্থী ভর্তির নিয়ম ঠিক করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হবে।

এ বিষয়ে ঢাবি উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিক জাগো নিউজকে বলেন, শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলন ভিত্তিহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্তর্ভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে পরীক্ষার বিষয়ে বৈঠক করা হয়েছে। সেখানে পরীক্ষা সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। অথচ কে বা কারা শিক্ষার্থীদের উসকে দিয়ে আন্দোলনে নামিয়েছে। এটি একটি ষড়যন্ত্রমূলক আন্দোলন বলে তিনি মন্তব্য করেছেন।

সভার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কবি নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিমুল্লাহ খন্দকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজকে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

এমএইচএম/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।