ইছামতি নদী দখলকে কেন্দ্র করে উত্তেজনা
পাবনা শহরের অনন্ত বাঁধ এলাকায় শিতলাই জমিদার বাড়ি সংলগ্ন ইছামতি নদী অবৈধভাবে দখলের ঘটনাকে কেন্দ্র করে দু`পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আর ভূমিদস্যুদের শিল্প প্রতিষ্ঠানের প্রাচীর এবং ভবন নির্মাণের প্রতিবাদে সোমবার দুপুর দেড়টার দিকে সর্বস্তরের মানুষ প্রতিবাদ সভা ও সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা বলেন, যে কোনো মূল্যে নদীর অবৈধ দখল ঠেকানো হবে বলে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান এলাকাবাসী। একই সঙ্গে সরকারি খাস জমি ও নদীর জায়গা কিভাবে কাগজপত্র ব্যক্তি মালিকাধীন হয়ে গেলো তা তদন্তের দাবি জানান জন-প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।
এ সময় এলাকাবাসী জানান, ইছামতি নদীকে দখল করে ইন্ট্রাফুড কোম্পানির নামে ভূমিদস্যুরা দখল করছে এবং সেখানে প্রাচীর ও ভবন নির্মাণ করছেন। এই নদী দখলের কারণে পৌরসভার ড্রেনের মুখগুলো বন্ধ হয়ে পড়েছে। আর এ কারণে পরিবেশের বিপর্যয় ঘটছে। এ সময় ইছামতি নদীকে দখলের ভূমিদস্যুদের এই অপচেষ্টা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন, এডরুক লিমিটেডের এমডি ফিরোজ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ রাসুসহ ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসী।
এর আগে তারা পাবনার জেলা প্রশাসক ও পৌরসভার মেয়রের কাছে এক স্মারকলিপি প্রদান করেন।
আক্তার/এআরএ/পিআর