আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় নিহত ৫ পুলিশ


প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৪ মে ২০১৫

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি পুলিশ চেকপোস্টে তালেবান জঙ্গিদের হামলায় ৫ পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রাদেশিক কর্মকর্তারা।

বার্তা সংস্থা এএফপি জানায়, এ সময় জঙ্গিরা হেলমান্দ প্রদেশের গোলযোগপূর্ণ সানগিন এলাকার বেশ কয়েকটি চেকপয়েন্টে হামলা চালায়।

প্রাদেশিক পুলিশ প্রধান নবী জান মুল্লাহ্খিল বলেন, ‘এই ঘটনায় ৫ আফগান পুলিশ কর্মকর্তা নিহত ও অপর ৬ জন আহত হয়েছেন।’ তিনি আরো বলেন, তালেবান জঙ্গিদের প্রতিহত করতে ঘটনাস্থলে আরো পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এই সংঘর্ষে জঙ্গিরাও হতাহত হয়েছে।

প্রাদেশিক গণস্বাস্থ্যের প্রধান কর্মকর্তা এনায়েতুল্লাহ্ জাফরি বলেন, গতরাতের সংঘর্ষের পর লস্কর গাহ্ হাসপাতালে ৫ পুলিশ কর্মকর্তার মৃতদেহ আনা হয়েছে। এছাড়াও এই ঘটনায় আহত ৮ পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে তালেবান তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে বলেছে, তারা তিনটি পুলিশ চেকপয়েন্ট দখল করে নিয়েছে এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করেছে।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।