ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দুপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও হল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীরা হল ত্যাগ করেছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ নিহতের মামাতো ভাই আব্দুল লতিফের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তগাছা উপজেলার মুজাটি চরপাপাড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই বৃহস্পতিবার রাতে ঈশার নামাজের পর তার লাশ দাফন করা হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় জরুরি রিজেন্ট বোর্ড মিটিং ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দুপুরে দুই গ্রুপের সংঘর্ষে এএসকে মোশারফ আহত হয়। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপালে আহত মোশারফ মারা যায়। নিহত এএসকে মোশারফ বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
এসএস/আরআই