পল্লবীতে জোড়া খুন : হত্যাকারী দুইজন


প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৩ মে ২০১৫

রাজধানীর পল্লবীতে জোড়া খুনের ঘটনায় দুইজন জড়িত বলে দাবি করেছে মিরপুর জোনের পুলিশ। পুলিশের মিরপুর জোনের উপ-কমিশনার (ডিসি) নেসারুল আরিফ জানান, দুপুর দেড়টায় দু`জন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে বাসার ভেতরে প্রবেশ করে এবং প্রায় ৩০ মিনিট পরে বেড়িয়ে যায়। তাদের আনুমানিক বয়স ২৫ থেকে ৩২ বছর।

তিনি আরো জানান, বাসাটির দারোয়ান তাদের পরিচয় জানতে চাইলে জাহিদুল ইসলাম (সুইটির স্বামী) তাদের পাঠিয়েছে বলে জানায় তারা। নিহত সুইটির স্বামী জাহিদুল ডেসকো-এর রূপনগর অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী।

পুলিশ আরো জানান, পরে জাহিদুল ইসলাম বাসায় এসে ডাইনিং রুমের মেঝেতে রক্ত দেখতে পায়। এসময় বেড রুমে গিয়ে মাষ্টার বেডের পাশে তার মামা আমিনুল ইসলাম এবং পাশের বেডে স্ত্রী সুইটির রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে ১০-১২টি ক্ষতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন উপ-কমিশনার নেছারুল আরিফ।

তদন্তের আলামত সংগ্রহে বিকেলে ঘটনাস্থলে যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম সিন ইউনিট। সুরৎহাল রিপোর্ট প্রস্তুতের মরদেহ দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশ।

উল্লেখ্য, বুধবার দুপুরে পল্লবীর ৯ নং রোডের ২০ নম্বর বাসার ৫ম তলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমিনুল ইসলাম (৪০) ও সুইটি (২৫)। নিহত সুইটি আমিনুলের ভাগ্নের স্ত্রী।

# পল্লবীতে জোড়া খুনের ঘটনায় আটক ২
# পল্লবীতে জোড়া খুন : শিশুকে টয়লেটবন্দি করে মাকে হত্যা

এআর/জেইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।