এমপিও শিক্ষকদের মে মাসের বেতনের চেক ছাড়


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০২ জুন ২০১৭

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় দেয়া হয়েছে। ৮টি চেক অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়েছে।

Teacher

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষকদের মে মাসের বেতন ছাড় দেয়া হয়েছে। আগামী ৮ জুনের মধ্যে শিক্ষকরা তাদের স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতা তুলতে পারবেন।

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।