১৪তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ


প্রকাশিত: ১০:০৩ এএম, ০১ জুন ২০১৭

১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৬ জুন (বুধবার) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

ওই বিকেল তিনটা থেকে আগ্রহীরা আবেদন করতে পারবেন বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, ৬ জুন অনলাইনে আবেদন শুরু হয়ে ১০ জুলাই (সোমবার) সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে। স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়ের দু’টি প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৫ আগস্ট। সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা নেয়া হবে। আর ৮ ও ৯ ডিসেম্বর হবে প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা।

বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএ’র চেয়ারম্যান এ এম এম আজহার জাগো নিউজকে বলেন, আগের মতো এবারও শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য গত ৩০ মে বিভিন্ন দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, ১৩ তম’র মতোই প্রথমে প্রিলিমিনারি, পরে লিখিত ও সবশেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৪তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এমএইচএম/এমএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।