গ্লোবাল সম্মেলনে যোগ দিতে লন্ডন যাচ্ছেন ইউজিসি চেয়ারম্যান


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২১ মে ২০১৭

ব্রিটিশ কাউন্সিলের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান রোববার লন্ডন যাচ্ছেন। গোইং গ্লোবাল- ২০১৭ সম্মেলনে যোগদান করবেন তিনি।

সম্মেলনটি লন্ডনের কুইন এলিজাবেথ-২ সেন্টারে অনুষ্ঠিত হবে। এ বছর সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘বিশ্বব্যাপী সুযোগ সুবিধা সৃষ্টি করা।’

অনুষ্ঠানে যুক্তরাজ্য ছাড়াও বিশ্বের প্রায় ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবে।

সম্মেলনে অধ্যাপক মান্নান নির্ধারিত বক্তা হিসেবে বাংলাদেশের উচ্চশিক্ষায় অর্জন, ভবিষ্যৎ এবং গভর্ন্যান্সের ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন।

উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা চূড়ান্তকরণের লক্ষ্যে ইউজিসি চেয়ারম্যান দেশে ফেরার পথে তুরস্কে কাউন্সিল অব হায়ার এডুকেশনের (সিওএইচই) প্রেসিডেন্ট অধ্যাপক এম এ ইয়েকেন সারাকের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে উচ্চশিক্ষায় অংশীদারিত্ব, সহযোগিতার ওপর চুক্তির বিষয়ে কাউন্সিল অব হায়ার এডুকেশন তাদের আগ্রহ এবং ইচ্ছা ব্যক্ত করেছে। তুরস্কে বাংলাদেশি গবেষকদের উচ্চশিক্ষায় সুযোগ প্রদানের লক্ষ্যে ইউজিসির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য প্রফেসর সারাক ৪ জুলাই ২০১৭ বাংলাদেশে পরিদর্শন করবেন।

এমএসইচএম/এমআরএম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।