দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু


প্রকাশিত: ০৪:০৩ এএম, ১৫ মে ২০১৭

‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে নিবন্ধিত কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদিসের (মাস্টার্স) পরীক্ষা শুরু হচ্ছে আজ। ১০টি বিষয় নিয়ে আয়োজিত এ পরীক্ষা আগামী ২৫ মে শেষ হবে।

পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারাদেশকে ২৯টি জোনে বিভক্ত করা হয়েছে। সারাদেশে মোট ২১৮টি কেন্দ্রে এক হাজার নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ১৯ হাজার ৪৭২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে এবং সাড়ে ১২টায় শেষ হবে।

‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী শনিবার পরীক্ষার প্রশ্নপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সহায়তায় প্রতিটি জোনে পাঠানোর কাজ উদ্বোধন করেন।

এমইউ/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।