৯ মে থেকে একাদশে ভর্তির আবেদন শুরু


প্রকাশিত: ০৮:১১ এএম, ০৭ মে ২০১৭
ফাইল ছবি

আগামী ৯ মে থেকে একাদশ শ্রেণিতে অনলাইন ও এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন শুরু হবে। চলবে ২৬ মে পর্যন্ত।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ওই নীতিমালায় এ তথ্য পাওয়া গেছে। 

যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবেনে তাদেরও এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে জারিকৃত নীতিমালায়।

প্রকাশিত নীতিমালা অনুযায়ী, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ জুন। পরে আরও দুই দফায় আবেদন গ্রহণ করা হবে। ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে। দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজে এই নীতিমালা প্রযোজ্য হবে।

অনলাইনে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। এছাড়া টেলিটক সিম থেকে এসএমএসের মাধ্যমেও আবেদন করা যাবে।

নীতিমালাটি বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

এআর/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।