পরীক্ষা শেষে অবরুদ্ধ শিক্ষক ও ম্যাজিস্ট্রেট


প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৪ মে ২০১৫

এইচএসসি পদার্থ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষার পর শিক্ষক ও ম্যাজিস্ট্রেটের উপর হামলা ও অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। জানা গেছে, ভোলার বোরহানউদ্দিন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীরা নকল করার সুবিধা না পাওয়ায় পরীক্ষা শেষে শিক্ষার্থীসহ অভিভাবকরা হামলা চালিয়েছেন।

তারা ইটপাটকেল নিক্ষেপ করে কলেজ কক্ষ ভাংচুর করেন। এক ঘণ্টাব্যাপী এমন তাণ্ডবে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষকরা। এসময় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত  নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন ওই কেন্দ্রে অবস্থান করছিলেন। তিনিও অবরুদ্ধ হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ জাগো নিউজকে জানান, এটা আক্রোসই মনে হচ্ছে। নকল সুবিধা না পেলেই হামলা করতে হবে এটা যেন রেওয়াজে পরিণত হয়েছে।

অমিতাভ অপু/এমজেড/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।