৭০ হাজার রিয়ালসহ আটক ১


প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৩ মে ২০১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০ হাজার সৌদি রিয়ালসহ রিপন সর্দার (৪২) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। রোববার রাত সাড়ে ৯ টায় তাকে আটক করা হয়। আটককৃত রিপনের বাড়ি শরীয়তপুর জেলায়।

জব্দকৃত রিয়াল বাংলাদেশি প্রায় ১৪ লাখ টাকার সমান।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জাগো নিউজকে জানান, রিপন মালয়শিয়ার কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারওয়েজের একটি ফ্লাইটে (এমআই ১১৩) ঢাকা আসেন। ১৬ নং বোর্ডিং গেট থেকে বের হওয়ার সময় তাকে সন্দেহ করে শুল্ক গোয়েন্দারা। পরবর্তীতে তার জুতার ভেতর এবং হাতের ব্যাগ থেকে এসব রিয়াল উদ্ধার করা হয়।

রিপন এবছর বেশ কয়েকবার মালয়েশিয়ায় গিয়েছেন। স্বর্ণ চোরালানান ও অন্যান্য অপরাধের সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছে গোয়েন্দারা।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হবে বলে জানান উম্মে নাহিদা।

এআর/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।