পাসের হারে প্রথম রাজশাহী দ্বিতীয় ঢাকা

শিক্ষা ডেস্ক
শিক্ষা ডেস্ক শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৪ মে ২০১৭

চলতি বছর দেশের ৮টি সাধারণ বোর্ডে এসএসসির সাফল্যে শীর্ষে রাজশাহী ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। রাজশাহীতে পাশের হার ৯০ দশমিক ৭০ শতাংশ এবং ঢাকায় ৮৬ দশমিক ৩৯ শতাংশ।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেছেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে সরবরাহ করা তথ্যে এসব জানা গেছে।

এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৩.৯৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯.০৩ শতাংশ, দিনাজপুরে ৮৩.৯৮ শতাংশ, সিলেট ৮০.২৬ শতাংশ, বরিশাল ৭৭.২৪ শতাংশ, যশোর বোর্ডে ৮০ দশমিক ০৪ শতাংশ।

এবার ৮টি বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৫৬ হাজার ৫০১ ও এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ৪ হাজার ২১২ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে।

এইচএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।