ঢাবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ২২ মে


প্রকাশিত: ০১:১২ পিএম, ০৩ মে ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে ৩৫ শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আগামী ২২ মে (সোমবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(এল) এবং (৩) অনুযায়ী এ নির্দেশনা দেন তিনি।

ওইদিন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হবে।

বিশ্ববিদ্যালয় আদেশ-১৯৭৩ এর প্রথম সংবিধির ৪৮(৪) ধারা অনুযায়ী সিনেটে সদস্য পদের জন্য অনুর্ধ্ব ৩৫ শিক্ষকের নাম প্রার্থী হিসেবে প্রস্তাব করা যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন নির্বাচনে অংশগ্রহণেচ্ছুকরা ।

নির্বাচনে প্রার্থী হওয়ার মনোনয়নপত্র ১১ মে (বৃহস্পতিবার) দুপুর একটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে।

তবে ১৪ মে (রোববার) দুপুর একটার মধ্যে কেউ চাইলে লিখিত পত্রের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

উপাচার্যের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এ নির্বাচন পরিচালনা করবেন।

ভোটার তালিকাও সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকের কাছে পাওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র।

এমএইচ/এমএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।