ডিআরইউ সদস্যদের পিইসি-জেএসসি উত্তীর্ণ সন্তানদের বৃত্তি-সংবর্ধনা


প্রকাশিত: ০২:৫৩ এএম, ০৩ মে ২০১৭

২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের সন্তানদের প্রতি বছরের মতো এবারও সংবর্ধনা ও বৃত্তি দেয়া হবে।

এজন্য ডিআরইউ সদস্যদের পিইসি ও জেএসসি উত্তীর্ণ সন্তানদের বৃত্তি পেতে নির্দিষ্ট সময়ের মধ্যে নাম নিবন্ধনের জন্য বলা হয়েছে।

বৃত্তির জন্য পিইসি ও জেএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫ প্রাপ্তদের ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেটের ফটোকপি আগামী ১০ মে তারিখের মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দিয়ে নিবন্ধন করতে হবে।

পরবর্তীতে সংবর্ধনা অনুষ্ঠানের তারিখসহ বিস্তারিত সূচি জানানো হবে বলে ডিআরইউ সূত্রে জানা গেছে।

আরএম/এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।