নেত্রকোনায় শিক্ষকের উপর হামলাকারীদের বিচার দাবি


প্রকাশিত: ০৯:০৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৭

নেত্রকোনা সরকারি কলেজের এক প্রভাষকের উপর হামলাকারীদের দাবি করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার করা না হলে কঠোর আন্দোলনে নামা হবে বলে সমিতির পক্ষ থেকে পাঠানো এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার এইচএসসির রসায়ন পরীক্ষার পর কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক ওমর ফারুককে বহিরাগত সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সমিতি।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এর বিচার দাবি করে বলা হয়েছে, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। সম্প্রতি ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসীকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে।

এ বিষয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির সভাপতি আই কে সেলিমুল্লাহ খন্দকার বলেন, বিভিন্ন জেলায় সন্ত্রাসী হামলার ফলে শিক্ষকরা এখন নিরাপত্তাহীনতায় দিন পার করছেন। কিন্তু কোনো অপরাধীর সঠিক বিচার হচ্ছে না। এর ফলে শিক্ষকদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলছে।

তিনি বলেন, আমরা মনে করি শিক্ষকদের উপর আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক সাজা হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

এসব হামলার ঘটনার দ্রুত ও সঠিক বিচার না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে তিনি জানান।

এমএইচএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।