ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিতের দাবি


প্রকাশিত: ০৯:০৩ এএম, ৩০ এপ্রিল ২০১৭

ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিতকরণের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট`স অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ)। রোববার জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালী, বাগেরহাট, বগুড়া ও রাজশাহীতে একই দাবিতে গত ২৬ এপ্রিল শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ হামলা চালায়। এ সময় বিডিএমএসএ-এর প্রায় ১৫ শতাধিক শিক্ষার্থী আহত হয়। ওই হামলার তীব্র নিন্দা জানান তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার ফাহিম বলেন, আজকের এই প্রতিবাদী মানববন্ধন থেকে আমাদের দাবি মেনে না নিলে পরবর্তিতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে- ইন্টার্নশিপে ভাতা প্রদান, কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ গ্রেডে নিয়োগ ও ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি, মেডিকেলে এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে।

মানবন্ধনে সংগঠনের সভাপতি মুরাদ হোসেন লেমনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল খন্দকার ফাহিম, দফতর সম্পাদক সোহরাব হোসেন সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা মুখ কালো কাপড় দিয়ে ঢেকে মানবন্ধনে অংশ নেয়।

এএস/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।