সকল বেসরকারি প্রাথমিক স্কুল জাতীয়করণের দাবি


প্রকাশিত: ১০:৩১ এএম, ২৫ এপ্রিল ২০১৭

সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছেন ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’।  মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

শিক্ষকরা জানান, সারাদেশে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক স্কুল এখনও বেসরকারি রয়েছে। ২০১২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী উপজেলা ও জেলা যাচাই-বাছাই কমিটি সুপারিশ করা অপেক্ষমাণ ছয় হাজার প্রাথমিক বিদ্যালয় বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে। আগামী বাজেটে এসব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান তারা।

একইদিনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলাদা সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বেতন বৈষম্য নিরসনে দাবি জানানো হয়।

দাবি আদায়ে আগামী ৩ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ১৫ মে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি এবং ১০ জুলাই জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক করার ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. শামসুল আলম। এ সময় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এমএইচএম/এমআরএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।