বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির আহ্বান


প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৪ এপ্রিল ২০১৭

পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সোমবার ইউজিসির অডিটোরিয়ামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

এছাড়া কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সকলকে সততা, নিষ্ঠা, একাগ্রতা এবং সর্বোত্তম আচরণের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণায় উৎকর্ষতা সাধন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান তিনি।

কর্মশালায় অধ্যাপক দিল আফরোজা বেগম পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আর্থিক ও প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির ভাষণে প্রফেসর শাহ্ নওয়াজ আলি দুর্নীতি রোধে দায়িত্বপালনকালে সকলকে সরকারি বিধি বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য আহ্বান জানান।

কর্মশালার ইউজিসি সদস্য অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন। এছাড়া দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

এমএইচএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।