ভিকারুননিসায় গভর্নিং বডির নির্বাচন চলছে


প্রকাশিত: ০৫:১১ এএম, ২২ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

উৎসবমুখর পবিরেশে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ (শনিবার) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বেইলি রোডের প্রধান ক্যাম্পাসসহ বিভিন্ন শাখায় একযোগে বিকেলে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

প্রায় নয় বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসেবে ছয়জন ও শিক্ষক প্রতিনিধি হিসেবে তিনজন নির্বাচিত হবেন।

অভিভাবক প্রতিনিধি ছয়জনের মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য একজন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য দু’জন, একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য দু’জন এবং সংরক্ষিত নারী (সব শ্রেণি) সদস্য একজন নির্বাচিত হবেন।

এছাড়া শিক্ষক প্রতিনিধি তিনজনের মধ্যে প্রথম থেকে দশম শ্রেণিতে একজন, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে একজন এবং সংরক্ষিত নারী (শিক্ষক) নির্বাচিত হবেন একজন। এ নির্বাচনে মোট ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।