মুমিনুলের হাফসেঞ্চুরি


প্রকাশিত: ১০:১১ এএম, ২৮ এপ্রিল ২০১৫

প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর লক্ষ্যে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ধীর গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ।

ইমরুল কায়েসের পর হাফ সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। ইমরুল কায়েস ৫১ রান করে সাজঘরে ফিরে যাওয়ার সময় অপরপ্রান্তে থাকা মুমিনুল হকও তার অষ্টম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। পাকিস্তানের বিপক্ষে এটি তার প্রথম হাফসেঞ্চুরি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সুন্দর সূচনা করে বাংলাদেশ। সকালে টসে জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুশফিক বাহিনী।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৫০ রান। মমিনুল হক ৩৫ আর মাহমুদুল্লাহ ৩২ রান নিয়ে ব্যাট করছেন।

তামিম ও ইমরুলের ওপেনিং জুটি ভাঙে ২৭ ওভারে। ইয়াসির শাহের আউট হন তামিম। তামিম ৭৪ বল খেলে ৩টি চারের সাহায্যে ২৫ রান করেন।

সফরে ইতিমধ্যে স্বাগতিক বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। হেরেছে একমাত্র টোয়েন্টি২০ ম্যাচেও।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।