কওমি সনদের স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন


প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১৩ এপ্রিল ২০১৭

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর সমমান করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, দাওরায়ে হাদিস ডিগ্রি ইসলামী শিক্ষা ও আরবি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির সমান মর্যাদা পাবে।

এতে বলা হয়, দাওরায়ে হাদিস বিষয়ে পরীক্ষা গ্রহণকারী দেশের কওমি বোর্ডগুলোর ঐক্যমতের ভিত্তিতে সনদ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

১৭ সদস্যের এই কমিটির চেয়ারম্যান হবেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফী। কো-চেয়ারম্যান হবেন বেফাকের সিনিয়র সহ-সভাপতি।

এর আগে, মঙ্গলবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার দাওয়ায়ে হাদিস ডিগ্রিকে সাধারণ শিক্ষা ধারার স্নাতকোত্তর সমমনান ঘোষণা করেন।

এমএইচএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।