খালেদার উপর হামলা : অভিযোগ এলেই ব্যবস্থা নিবে ইসি


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২০ এপ্রিল ২০১৫

সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার চালানোর সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর হামলার কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম। সোমবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে মাগুরা-১ উপনির্বাচনের তফসিল ঘোষণার সময় এ কথা বলেন তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে কমিশনের বৈঠকে মাগুরা-১ এ ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।

সিরাজুল ইসলাম বলেন, উত্তরায় খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা চালানোর সময় যে বাধার সম্মুখিত হয়েছে সে বিষযে এখনও ইসি কোনো অভিযোগ পায়নি। আর সুনির্দিষ্ট অভিযোগ না পেলে ইসি কোনো ব্যবস্থা গ্রহন করতে পারে না।

রোববার খালেদা জিয়া রাজধানীর উত্তরায় গণসংযোগে গেলে তাকে কালো পতাকা দেখানো হয়। এ সময় আওয়ামী লীগ সমর্থকরা খালেদা বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং সেখানে লাঠি হাতে হামলার চেষ্টা হলেও তা ঠেকায় পুলিশ। এদিকে সোমবার কারওয়ান বাজারে নির্বাচনী প্রচার চালানোর সময়ও হামলার শিকার হন খালেদা জিয়া।

এইচএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।