আমি ঢাকার বৌ, আমাকে নিরাপত্তা দিন


প্রকাশিত: ০৬:২৫ এএম, ২০ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস নিজের নিরাপত্তার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচার করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

সোমবার দুপুর ১২ টায় মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, মির্জা আব্বাস ঢাকার সন্তান। আমারও জন্ম ঢাকায়, আমি ঢাকার বৌ। আমাকে আপনারা বিশ্বাস করুন প্লিজ। আমাকে নিরাপত্তা দিন। মির্জা আব্বাস মেয়র হতে পারলে ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা হবে।

নির্বাচনী প্রচার চালানোর সময় বাঁধাপ্রাপ্ত হচ্ছেন অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনী প্রচরের সময় সরকার সমর্থকরা আমাদের উপর হামলা করছে। আমাদের নির্বাচনীবহর ছত্রভঙ্গ করে দিচ্ছে। বিএনপি নেতাদের বাসায় গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশী চালাচ্ছে।

ভোট ডাকাতি ঠেকাতে নির্বাচন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানান তিনি।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।