বাংলাদেশে শিল্প পার্ক স্থাপন করবে চীন : বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চীন বাংলাদেশে শিল্প পার্ক স্থাপন করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন-এর সঙ্গে মতবিনিময় শেষে এক ব্রিফিং-এ সাংবাদিকদের একথা বলেন তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বড় ধরনের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। চীন সরকার এদেশে শিল্প পার্ক স্থাপন করবে। শিল্প পার্ক স্থাপনের জন্য চীনকে চাহিদা মোতাবেক ইকনোমিক জোনে সুযোগ করে দিতেও প্রস্তত বাংলাদেশ সরকার।

তোফায়েল আহমেদ বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘ দিনের। দু‘দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। চীনের বাজারে বাংলাদেশের বেশিরভাগ পণ্যের শুল্ক ও কোটামুক্ত থাকলেও বাংলাদেশের সকল পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়ে অল্প সময়ের মধ্যে চীনের সাথে একটি চুক্তি স্বাক্ষর হবে।

তোফায়েল আহমেদ আরও বলেন, বাংলাদেশের বড় বড় উন্নয়নমূলক কাজে সহায়তা দিয়ে যাচ্ছে চীন। পূর্বাচলে স্থায়ী বাণিজ্য মেলা ক্যাম্পাস নির্মাণ, বাউশিয়ায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি পার্ক নির্মাণ, কনটেইনার টার্মিনাল নির্মাণ, শাহজালাল সার কারখানা নির্মাণ এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণের মতো বড় প্রকল্প বাস্তবায়নে চীন সহায়তা দিয়ে যাচ্ছে।

চীন-বাংলাদেশের কুটনৈতিক সম্পর্কের ৪০ পূর্তি উপলক্ষে চট্রগ্রামের কর্ণফুলি টানেল নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে চীনের উচ্চ পর্যায়ের নেতা আসবেন বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ ব্রিফিং-এ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।