ঢাবিতে শ্লীলতাহানি : তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৯ এপ্রিল ২০১৫

বর্ষবরণ করতে এসে ঢাকা বিশ্বদ্যিালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেইটের প্রবেশমুখে তরুণীর সম্ভ্রমহানির ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তদন্ত কমিটির একটি প্রতিনিধি দল।

রোববার বেলা সাড়ে ১১টায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ও তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ইব্রাহিম ফাতেমীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সোহরাওয়ার্দী উদ্যান গেইট পরিদর্শন করেন।

তদন্ত কমিটির অন্য দু’জন হলেন, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান ও উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-পূর্ব) সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।

এসময় শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামসহ পুলিশের আরো কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তদন্ত কমিটি ঘটনাস্থলের আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং দোকানদারদের সাথে ওই ঘটনা নিয়ে কথা বলেন।  

ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ইব্রাহিম ফাতেমী সাংবদিকদের বলেন, আমরা ভিডিও ফুটেজ দেখেছি। ওই দিন নারীর শ্লীলতাহানির মতো কোনো ঘটনা ঘটেছে কিনা কিংবা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি। এছাড়া পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে দায়িত্বে কোনো অবহেলা ছিল কিনা তাও আমরা দেখছি। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আমরা মামলাও করেছি। ভিডিও ফুটেজ প্রকাশ করেছি। অপরাধীদের খুঁজে বের করতে আমরা সকলের সহযোগিতা চাই।’  

এদিকে ইব্রাহিম ফাতেমী এসআই আশরাফ আলীকে ক্লোজড করার যে সংবাদ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে তা সত্য নয় বলে উল্লেখ করে বলেন, এস আই আশরাফ আলীকে ক্লোজড করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছুটিতে পাঠানো হয়েছে।

এসএস/ এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।