জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে


প্রকাশিত: ০৪:০৮ এএম, ১৩ এপ্রিল ২০১৫

জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের প্রতিবাদে সোমবার সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে শনিবার রাতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

হরতালে বড় ধরনের কোনো নাশকতার খবর পাওয়া যায় নি। তবে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দেয় হরতাল সর্মথকরা। এতে কেউ হতাহত হয়নি।

এদিকে, হরতালের আগের দিন রোববার ঢাকাসহ দেশের কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। রোববার বিকেলে রাজধানীর রায়েরবাগে হরতালের সমর্থনে মিছিল করে ছাত্রশিবির। স্থানীয় আওয়ামী লীগের হামলায় মিছিলটি পণ্ড হয়ে যায়। মিছিল থেকে নুরুদ্দিন, আবদুল্লাহ, মো. সিফাত ও বেলাল হোসেন নামে তিন কর্মীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে শিবির।

সোবহানবাগেও দুপুরে ঝটিকা মিছিল করে শিবির। এ ছাড়া মগবাজার, মালিবাগ ও ডেমরায় ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির।

ঢাকা ছাড়া সিলেট, কুমিল্লা, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় কামারুজ্জামানের গায়েবানা জানাজার আয়োজন করে জামায়াত। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রোববার ভোরে রাজশাহী থেকে শহিদুল ইসলাম নামে এক শিবির কর্মীকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করা হলেও তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে শিবির।

এসএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।