টেকনাফে প্রায় ৭ কোটি টাকার ইয়াবা আটক


প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৬ এপ্রিল ২০১৫

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী জনপদ কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।

সূত্র জানায়, ৬ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা আলীখালীস্থ লবণের মাঠ দিয়ে ইয়াবার একটি বিরাট চালান খালাসের খবর পেয়ে বিজিবি জওয়ানদের নিয়ে অভিযান চালিয়ে ৬ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা বড়ির চালান জব্দ করে। এসব ইয়াবা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংসের জন্য ব্যাটেলিয়ন সদরে জমা রাখা হয়েছে।

উল্লেখ্য সম্প্রতি হ্নীলার ইয়াবা মওজুদের ঘাঁটি হিসেবে পরিচিত লেদা,আলীখালী, রঙ্গিখালী,উলুচামরীতে গত ১ মাসে বন্দুক যুদ্ধ, ডিবি পুলিশের অভিযান এবং সবশেষ গতকাল নারায়নগঞ্জে র‌্যাবের হাতে ৫০ হাজার ইয়াবাসহ একজন আটকের পরও এলাকায় অবস্থান করা চিহ্নিত গডফাদারেরা এসব ইয়াবার চালান খালাস করে আসছে বলে জানা যায়।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।