শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা


প্রকাশিত: ০২:২৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত ন্যূনতম শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন।

শনিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ১৭তম সমাবর্তনে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যে সব বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যাননি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এবারের সমাবর্তনে বিভিন্ন অনুষদের দুই হাজার ৯৬০ জন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীকে ডিগ্রী দেয়া হয়। এরমধ্যে চ্যান্সেলর স্বর্ণপদক পান তিনজন, ভাইস চ্যান্সেলর পদক পান তিনজন এবং ডা. আনোয়ারুল আবেদীন লিডারশীপ পদক পান ১৩ জন শিক্ষার্থী।

নাহিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে আরও শক্তিশালী  করার লক্ষ্যে উচ্চশিক্ষা কমিশন আইন চূড়ান্ত পর্যায়ে। আর উচ্চশিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইনও জাতীয় সংসদে পাসের অপেক্ষায় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় বিরাট সম্ভাবনার খাত। বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বেশি। বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে এক হাজার ৬৩২ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। আমাদের কাজ ও সাফল্যের উপর নির্ভর করছে এই সম্ভাবনাকে আরও অগ্রসর করা।’

সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান,  ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক।  

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র আনিসুল হক বলেন, ‘তোমরা যখন যে কাজটি করবে সেটাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করবে। তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে। নিজেদের উদ্যোক্তা হতে হবে। আমার বিশ্বাস তোমরা পারবে।’

এমএইচএম/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।