জামালপুরে ইউএনও’র গাড়ি ভাংচুর,পুলিশসহ আহত ১৫
জামালপুর সদরের লক্ষ্মীরচরে পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ইউএনও’র গাড়ি ভাংচুর ছাড়াও ৫ পুলিশসহ অত্যন্ত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ কিবরিয়া জানান, জামালপুর সদরের লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীর চরপাড়া এলাকা থেকে চরগজারিয়া গ্রামে পল্লীবিদ্যুতের সম্প্রসারণ লাইনের কাজ চলছিলো। কিন্তু লক্ষ্মীরচর চরপাড়া গ্রামের বাসিন্দারা তাদের বিদ্যুতের ট্রান্সফরমার থেকে চরগজারিয়া এলাকায় বিদ্যুৎ সংযোগের আপত্তি জানিয়ে আসছিলেন।
এ ঘটনায় জামালপুর পল্লীবিদ্যুত অফিস জেলা প্রশাসকের কাছে সহযোগীতা চেয়ে লিখিত আবেদন করে। মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে লক্ষ্মীর চরপাড়া এলাকায় পল্লীবিদ্যুতের সম্প্রসারণ লাইনের সংযোগ দিতে যায়। এ সময় উত্তেজিত গ্রামবাসী হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষের সময় গ্রামবাসী ইউএনও’র গাড়ী ভাংচুর করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৭ রাউন্ড গুলি চালায়। গ্রামবাসীও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষে ৫ পুলিশসহ ১৫ জন আহত হয়।
জামালপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে তবে এখনো কাউকে আটক করা হয়নি।
এমজেড/পিআর