এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হয়ে ১৫ মে পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত।
মাদারাসা শিক্ষা বোর্ডের আওতায় আলিম পরীক্ষা ২ এপ্রিল থেকে একযোগে শুরু হয়ে চলবে ৩ মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ১১ মে’র মধ্যে শেষ করতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় দেশের ৬৪টি সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একযোগে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা ২ এপ্রিল শুরু হবে। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।
কারিগরি শিক্ষা বোর্ডের আতওতায় এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা ২ এপ্রিল শুরু হয়ে ২৯ এপ্রিল শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ মে থেকে ১১ পর্যন্ত।
জেএইচ/এমএস